নিউজ ডেস্ক:
বাহরাইনে সড়ক দুর্ঘটনায় ইমদাদুল হক জনি নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি চৌদ্দগ্রাম উপজেলার গুণবতী ইউনিয়নের সুরিকরা গ্রামের মোঃ সাইদুল হক বাহারের পুত্র। গত সোমবার ভোরে বাহরাইনের কোদাইবিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জনি বাহাদুরের তিন ছেলে ও দুই মেয়ের মধ্যে তৃতীয়। তার মৃত্যুর খবরে পরিবারে শোকের মাতম চলছে।
গ্রামের শহিদুর রহমান রিপন জানান, প্রায় দেড় বছর আগে জনি(২৬) জীবিকার উদ্দেশ্যে বাহরাইনের মানামা এলাকায় পাড়ি দেয়। সেখানে একটি কোম্পানীর মালামাল ডেলিভারির কাজ করতো। সোমবার ভোরে মোটর সাইকেলে মাল নিয়ে যাওয়ার পথে অপর একটি গাড়ি তাকে পিছন থেকে ধাক্কা দেয়। এতে সে গুরুতর আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার শেষে পাশ্ববর্তী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।