বাহরাইনে বিজয় দিবসের আলোচনা সভা

0
55

নিউজ ডেস্ক:

বিজয় দিবসের আলোচনা সভা ও দলের ২০তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারীদের বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগ। গত শুক্রবার স্থানীয় মানামা ডেলমন ইন্টারন্যাশনাল হোটেলে স্থানীয় সময় রাত ৯টায়  এটি অনুষ্ঠিত হয়।

বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মো. শাহজালালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. রিয়াজুল ইসলাম ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম কিবরিয়ার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বংলাদেশ সমাজের সভাপতি ফজলুল করিম বাবলু। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব আওয়ামী লীগের দাম্মাম শাখার সহ-সভাপতি কাজী আলী হায়দার, বাহরাইনস্থ বঙ্গবন্ধু ফাউন্ডেশনের ও সিলেট জালালাবাদ সোসাইটির সভাপতি কয়েস আহম্মেদ।

আরও উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হাওলাদার, সহ-সভাপতি আবুল কালাম দ্বরি, সাংগঠনিক সম্পাদক আল মামুন, যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হাসান মিলু, হাকিম মৃধা, যুবলীগ সভাপতি এইচ এম রহমত উল্লাহ, রাসেল, সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের সভাপতি তোফাজ্জল হোসেন মুন্না, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল মাহমুদ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সানোয়ার হোসেন কাশেম, মানামা শাখার সভাপতি মো. হোসেনসহ আওয়ামী অঙ্গ সংগঠনের সকল শাখার কর্মী সমর্থক ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ সময় বাহরাইনস্থ বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে ২০তম জাতীয় সম্মেলনে অংশগ্রহণকারীদের উষ্ণ সংবর্ধনা ও বিশেষ সম্মাননা প্রদান করে আওয়ামী পরিবার।