বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাস্তবেই সুপারহিরোর ভূমিকায় ‘উলভারিন’ !

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান অভিনেতা হিউ জ্যাকম্যান ‘উলভারিন’ নামেই বেশি পরিচিত। এইতো মাত্র কিছুদিন   আগেই ‘উলভারিন’ চরিত্রে পর্দায় আর আসবেন না বলেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছেন। কিন্তু এবার বাস্তবেই সুপারহিরোদের মতো সহ-অভিনেতাকে বাঁচালেন এই হলিউড অভিনেতা।

‘দ্য গ্রেটেস্ট শো ম্যান’ ছবিটি নিয়ে ব্যস্ত সময় পার করছেন হিউ জ্যাকম্যান। আগামী বড়দিন উপলক্ষে মুক্তি পাবে তার এই ছবি। এই ছবিতে তার অভিনয় করেছেন জ্যাক অ্যাফ্রন। এই ছবির সেটেই আগুনের কবলে পড়েন জ্যাক। সেখান থেকে জ্যাককে উদ্ধার করেন হিউ জ্যাকম্যান।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে জ্যাক অ্যাফ্রন এ কথা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। জ্যাক বলেন, ‘একটি জলন্ত বিল্ডিং থেকে হিউ জ্যাকম্যান কাউকে উদ্ধার করছে-এটি প্রতিটি মেয়ের স্বপ্ন। তেমনি করে আমাকে আগুনের কবল থেকে বাঁচিয়েছেন লোগান তারকা।

সূত্র- ডেকান ক্রনিকলস

Similar Articles

Advertismentspot_img

Most Popular