বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাস্তবেই রুদ্ধশ্বাস ‘অ্যাকশন’ হৃত্বিকের!

নিউজ ডেস্ক:

দুই ছেলে, রিহান ও রিদানকে নিয়ে ছুটি কাটাতে সুইজারল্যান্ডে গিয়েছেন বলিউড তারকা হৃতিক রোশন। এবং সেখানে গিয়ে যা করলেন এই বলিউড অভিনেতা, তাতে প্রায় চক্ষু চড়কগাছ হয়ে গেছে তাঁর ভক্তকুলের।

শুধু নাচ নয়, ছবিতে হৃতিকের অ্যাকশন দেখতেও খুব পছন্দ করেন দর্শক। যে কারণে ২০০৪ সালের ‘লক্ষ্য’ ছবিটি খুবই জনপ্রিয় হয়েছিল। দুর্গম পাহাড়ের দেওয়াল টপকে কয়েকজন ভারতীয় সেনা যে ভাবে পাকিস্তানি সেনাদের নাস্তানাবুদ করেছিল, তা নিশ্চয়ই মনে আছে সকলের।

ছবিতে সেই দৃশ্য দেখতে যতটাই বাস্তব লাগুক না কেন, সেই সময়ে অবশ্যই হৃতিক রোশন বা ছবির অন্যান্য অভিনেতাদের পাহাড় ডিঙ্গাতে হয়নি। কিন্তু জীবনের সেই আশাই পূরণ করলেন অভিনেতা।

বরফে মোড়া সুইস আল্পসের গেস্তাতের একটি ছোট্ট পাহাড়ে দুই ছেলেকে নিয়ে রক-ক্লাইম্বিং করলেন হৃতিক। একেবারেই ঘোরার আনন্দে। তবে, ব্যাপারটা বিপজ্জনক ছিল অবশ্যই। বিশেষত তার দুই ছেলের জন্য। তবে তারাও যে বেশ সাহসী, তা বলার অপেক্ষা রাখে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular