বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাসের সিটে ১০ হাজার ইয়াবা, রাঙামাটিতে স্বামী-স্ত্রী আটক

রাঙামাটি জেলা শহরের প্রবেশমুখ মানিকছড়ি চেক পোস্টে গাড়ি তল্লাশি করে ৯ হাজার ৭৮৫ পিস ইয়াবাসহ দুইজনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ অক্টোবর) সকালে মানিকছড়ি চেক পোস্টে চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস নামের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালালে একটি সিটের নীচে থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

এসময় ইয়াবা পাচারের অভিযোগে মো. ওয়াসিম ও তার স্ত্রীকে আটক করে পুলিশ। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।

Similar Articles

Advertismentspot_img

Most Popular