বাসা থেকে অস্ত্র খোয়ানো উপ-পরিদর্শক ক্লোজড !

0
25

নিউজ ডেস্ক:

গাজীপুরের কাপাসিয়ায় পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) ফ্লাটের তালা ভেঙে ২৪ রাউন্ড গুলিসহ রিভলবার চুরির ঘটনা ঘটেছে। এ ঘটনায় থানার উপ-পরিদর্শক সুুমন শ্রাবনকে ক্লোজ করা হয়েছে। আজ সোমবার সকালে কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

থানা থেকে মাত্র ১৫০ গজ দূরে চারতলা একটি বাড়ির তিনতলায় এসআই সুমন শ্রাবণের ফ্লাটে চুরির ঘটনাটি ঘটে। গতকাল রবিবার রাতে ওই ঘটনাকালে সুমন শ্রাবণ বাইরে ছিলেন। ওই সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মাল নিয়ে যায় চোরের দল।

থানার একটি নির্ভরশীল সূত্র জানায়, গতকাল সকালে সুমন শ্রাবণের স্ত্রী বেড়াতে যান। বিকেলে কয়েকজন বন্ধু নিয়ে খালি  ফ্লাটে গানের আসর বসিয়েছিলেন সুমন। সন্ধ্যায় আসর শেষ করে বাইরে গিয়েছিলেন তিনি। রাত সোয়া ১০টার দিকে ফেরার পর ফ্লাটের তালা ভাঙা দেখতে পান।

থানার ওই সূত্রটি আরো জানায়, সন্ধ্যা থেকে রাত প্রায় ১০টার মধ্যে কে বা কারা ফ্লাটের তালা ভেঙে ভেতরে ঢুকে গুলিসহ রিভলবার চুরি করে। ওই সময় নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মূল্যবান মাল চুরি হয়। খবর পেয়ে রাত ১১টার দিকে থানার ওসি আবু বকর সিদ্দিক ওই ফ্লাট পরিদর্শন করেছেন।