নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর লড়াইযে পিএসজি-এর কাছে জঘন্য পরাজয়ের ধাক্কাটা এখনও কাটিয়ে উঠতে পারেনি বার্সেলোনা। এই পরাজয়ের ফলে মেসিদের কোচ লুই এনরিকের ন্যু-ক্যাম্পের মেয়াদ আর বেশিদেন নেই মনে করে এমন ভবিষ্যদ্বাণী করতে শুরু করে দিয়েছেন অনেক ফুটবল বিশেষজ্ঞরা।
সম্প্রতি এক সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে স্বয়ং মেসি নাকি ফের ন্যু-ক্যাম্পে দেখতে চান সাবেক কোচ পেপ গার্দিওলাকে। স্বভাবতই ফুটবল মহলে এই খবরে বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও ম্যানচেস্টার সিটির বর্তমান কোচ নিজেই স্পষ্ট জানিয়ে দিলেন, আর যাই হোক তাঁর বার্সেলোনায় ফেরার কোনও সম্ভাবনাই নেই।
এই ৪৭ বর্ষীয় স্পেনীয় কোচ আরও বলেন, ‘না, কোচ হিসেবে আর কোনওদিনই বার্সেলোনায় ফেরত যাব না। ওই ক্লাবে আমার সময় কবেই শেষ হয়ে গিয়েছে। ফিরে যাওয়ার ইচ্ছেও আর নেই।
এদিকে ম্যান সিটিতে পুরনো কোচর সঙ্গে মেসির কোন গাঁটছড়া বাঁধার কোনও সম্ভাবনা আছে কিনা এমন্ন প্রশ্নের জবাবে পেপ বলেছেন, ‘আমি আগেও বলেছি, আবার বলছি মনেপ্রানে চাই মেসি ওর কেরিয়র বার্সেলোনার জার্সিতেই শেষ করুক।