বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক র‍্যালি !

0
52

নিউজ ডেস্ক:

স্পেনের বার্সেলোনায় সন্ত্রাসী হামলায় নিহতদের স্মরণে শোক র‍্যালি ও মানববন্ধন করেছে স্পেন প্রবাসীরা।
গত শুক্রবার বাদ জুম্মা বাংলাদেশি অধ্যুষিত লাভাপিয়েছে অনুষ্ঠিত হয়েছে এ মানববন্ধন।

স্পেনের মুসলিম কমিউনিটির উদ্যাগে এবং বাংলাদেশ বায়তুল মুক্কাররম জামে মসজিদের সার্বিক ততাবধানে এই র‍্যালিতে বিপুল সংখ্যক মুসল্লি ছাড়াও স্পেনিশরা এতে অংশ নেন। এ সময় অংশগ্রহণকারীদের হাতে সন্ত্রাস বিরোধী প্ল্যাকার্ড ছিল।
নিহতদের স্মরণে শোক র‍্যালি এবং স্মরণ সভায় লিখিত বক্তব্য পাঠ করেন লিয়া।

মানবাধিকার সংস্থা বালিয়ান্তে বাংলার সভাপতি ফজলে এলাহির সভাপতিত্বে শোক র‍্যালিতে অংশ নেনে, মাদ্রিদ সিটির ডেপুটি মেয়র খরগে গারসিয়া, বাংলাদেশ বায়তুল মুক্কাররম জামে মসজিদ কমিটির সভাপতি খুরশেদ আলম মজুমদার, সাধারণ সম্পাদক আব্দুল খালিক, অর্থ সম্পাদক হারুন আল রশিদ, মসজিদের খতিব মোহাম্মেদ হাসান, স্পেনিশ মানবাধিকার নেত্রী পেপা, সিনিয়র সহ সভাপতি কাজি এনায়েতুল করিম তারেক, সহসভাপতি জাকির হুসেন, দুলাল সাফা, কমিউনিটি নেতা আব্দুল কাইউম পঙ্কি, সোহেল ভুঁইয়া, শরিফ মনিরুজ্জামান, নুরুল আলম।

বাংলাদেশে প্রেস ক্লাবের সভাপতি এ কে এম জহিরুল ইসলাম, সহ সভাপতি, জাহিদুল হক মাসুদ, নাজমুল ইসলাম নাজু, দবির তালুকদার, আবু জাফর রাসেল, মাসুদুর রহমান নাসিম, রমিজ উদ্দিন, কমিউনিটি নেতা আব্দুর রাজ্জাক, মাওলানা খলিলুর রহমান, আজমল হুসেন, ইস্মাইল হুসেন, সাইফুল আলম, শাহ আলম, কাজি মিলন, হাশেম মেম্বার, রানা মাসুদ, আবু সায়েম মজুমদার, বাংলাদেশে এসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক সুমন নুর, গ্রেটার সিলেট এসোসিয়েশনের সভাপতি লুতফুর রহমান, সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন পংকি, খলিকুজ্জামান কামাল, আবু জাফর রাসেল, আইন জীবী তারিক হুসেন, আবুল কাশেম, আরাফাত খান, আব্দুল আউয়াল, ফজির আলি নাদিম, সাইফুর রহমান প্রমুখ।

নিহতদের আত্মার মাগফেরাত ও তাদের পরিবারের প্রতি গভির সমবেদনা জানানো হয় এই সমাবেশ থেকে।