বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বার্সা শিবিরে স্বস্তি, মাঠে নামার অপেক্ষায় ডেম্বেলে !

নিউজ ডেস্ক:

ডিসেম্বরে টিম বার্সেলোনা বেশ ব্যস্ত সময় পার করবে। চলতি মাসের ২৩ তারিখে সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে মর্যাদার এল ক্লাসিকোতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা। আর তার আগেই মেসিদের জন্য এলো দারুণ এক খবর। ইনজুরি কাটিয়ে মাঠে ফেরার পথে অনেকটাই অগ্রগতি হয়েছে উসমান ডেম্বেলের।

বুধবার বার্সার স্কোয়াডের সঙ্গে হালকা অনুশীলনে অংশ নেন এই ফরাসি তারকা। ডেম্বেলের অনুশীলনে ফেরার দিনে মেডিকেল বোর্ডের ছাড়পত্র নিয়ে অনুশীলনে ফিরেছেন আরদা তুরানও।

এর আগে, সেপ্টেম্বরের মাঝামাঝিতে মাঠের বাইরে চলে যান ডেম্বেলে। মনে হচ্ছিল, জানুয়ারির আগে মাঠে ফিরবেনই না। তবে পুনর্বাসন প্রক্রিয়া দ্রুত এগোতে থাকায় এল ক্লাসিকোর আগেই ডেম্বেলে প্রতিযোগিতামূলক খেলা ফিরবেন বলে আশার আলো দেখতে শুরু করেছে আর্নেস্টো ভালভার্দের দল।

 

Similar Articles

Advertismentspot_img

Most Popular