নিউজ ডেস্ক:
স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনায় বেশ দাপটের সাথেই মাঠে নামেন নেইমার। পাচ্ছেন একের পর এক সাফল্য আর দেখিয়ে চলেছেন নিজের ছন্দময় খেলা। তবে এবার যেন ইংলিশ প্রিমিয়ার লিগের দিকে একটু নজর দিলেন এই ব্রাজিল তারকা। ভবিষ্যতে ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছার কথা জানালেন নেইমার। বিশেষ করে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রতি একটু বেশি জোর দিলেন তিনি।
এক সাক্ষাতকারে নেইমার বলেন, ‘ইংলিশ প্রিমিয়ার লিগ এমন একটা চ্যাম্পিয়নসশিপ, যা আমাকে বিস্মিত করে। আমার সেখানকার খেলার ধরন ও দলগুলোকে পছন্দ হয়েছে। আর কে জানে কোনো একদিন হয়তো আমি সেখানে খেলবো? তিনি আরও বলেন, ‘ম্যানচেস্টার ইউনাইটেড, চেলসি, আর্সেনাল ও লিভারপুলের মতো দলগুলোকে আমার ভালো লাগে। এই দলগুলো সব সময়ই লড়াই করে। আর সেখানে মরিনহো ও গার্দিওলার মতো বড় মাপের কোচ আছে। এমন কোচের সঙ্গে যে কোনো ফুটবলারই থাকতে চাইবে।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে ম্যানইউ কোচ হোসে মরিনহো তাকে কেনার জন্য ২০০ মিলিয়ন পাউন্ড পর্যন্ত দর হাঁকিয়েছিলেন। অন্যদিকে, চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে ১৪টি গোল করেছেন নেইমার। সর্বশেষ পিএসজির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ইতিহাস রচনা করে বার্সা। সে ম্যাচে দুটি গোল করার পাশাপাশি ম্যাচ সেরার পুরস্কারও পান তিনি।