স্টাফ রিপোর্টার,ঝিনাইদহঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু পোড়াহাটি মাধ্যমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী-২০১৭ অনুষ্ঠিত হয়েছে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন উপলক্ষ্যে ২৭ মার্চ সোমবার বিকেলে এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয়টি। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জাহাঙ্গীর হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ পৌর মেয়র ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু।
বিশেষ অতিথি ছিলেন জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মকবুল হোসেন, সাবেক চেয়ারম্যান তোফাজ্জেল হোসেন মাষ্টার, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক রওশন আলী, রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান রাকিবুল হাসান রাসেল, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারি রেজিষ্ট্রার জামাল হোসেন, সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ আলী প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। আলোচনা সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।