বার্ডিচের বিপক্ষে ফেদেরারের সহজ জয় !

0
31

নিউজ ডেস্ক:

অস্ট্রেলিয়ান ওপেনে ১৭ বারের গ্রান্ড স্লাম চ্যাম্পিয়ন সুইস তারকা রজার ফেদেরারের প্রথম দুই প্রতিপক্ষ ছিলেন ৩০০ ও ২০০ তম বাছাই। তাই ফেদেরারের জন্য দুটি ম্যাচই ছিল গা গরমের খেলা। সত্যিকার ম্যাচটি অনুষ্ঠিত হয় শুক্রবার রাতে। ফেদেরারের প্রতিপক্ষ ১০ তম বাছাই টমাস বার্ডিচ। খুব সহজেই বার্ডিচকে হারিয়ে শেষ ষোলোতে উঠে গেছেন ফেদেরার।

মাত্র ৯২ মিনিটে টমাস বার্ডিচকে ফেদেরার হারিয়েছেন ৬-২, ৬-৪, ৬-৪ গেমে। এর আগে ২২ বার ফেদেরারের মুখোমুখি হন বার্ডিচ। তার মধ্যে মোট ছয়বার ফেদেরারকে হারাতে সক্ষম হয়েছিলেন তিনি। তবে এ আসরে ১৭ তম বাছাই ছিলেন ফেদেরার। তাই ফেদেরারের কাছে এত সহজে হেরে নিজেও কিছুটা বিস্মিত বার্ডিচ। তিনি বলেন, কোর্টের চেয়ে আমার উচিত ছিল মাঠের পাশে দাঁড়িয়ে খেলা দেখা।

ফেদেরারের সঙ্গে ব্রিটিশ তারকা অ্যান্ডি মারেও ওঠেছেন শেষ ষোলোতে। মারে যুক্তরাষ্ট্রের স্যাম কোয়েরিকে হারিয়েছেন ৬-৪, ৬-২, ৬-৪ গেমে।