বায়োমেট্রিক না থাকায় ই-রিটার্নে অনলাইন নিবন্ধন করতে পারেননি খোদ এনবিআর চেয়ারম্যান

0
2

মোবাইল সিম বায়োমেট্রিক নিবন্ধন না থাকায় জাতীয় রাজস্ব বোর্ড-এনবিআর এর প্রযুক্তিভিত্তিক আয়কর জমা দেয়ার প্রক্রিয়া ই-রিটার্নে অনলাইন নিবন্ধন করতে পারেননি খোদ এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

সোমবার সকালে এনবিআর ভবনে ই-রিটার্ন সার্ভিস সেন্টারের উদ্বোধন শেষে এ কথা জানান চেয়ারম্যান। শুধু তিনিই নন, তার স্ত্রী ও কন্যাও একই কারণে ই-রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করতে সক্ষম হননি৷

পরে আয়করদাতা সকলকে মোবাইল সিমের বায়োমেট্রিক কার্যক্রম শেষ করে ই-রিটার্ন সেবার অনলাইন নিবন্ধন করার আহ্বান জানান আবদুর রহমান। এ সময় তিনি আরও বলেন, ৪৪ লাখ করদাতার মধ্যে মাত্র ৫ লাখ ই-রিটার্ন সেবায় নিবন্ধন করা।

এই স্বল্প সংখ্যার কারণ খুঁজে বের করার পাশাপাশি অনলাইনে কর প্রদানের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা জানার জন্য নতুন এই সেবাকেন্দ্র খোলা হয়েছে বলেও জানান তিনি।