বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাবা হচ্ছেন সালমান খান!

নিউজ ডেস্ক:

গত বছরের শেষ দিকে মুক্তি পাওয়া দঙ্গল ছবিতে মেয়ের বাবার চরিত্রে দেখা গেছে বলিউড সুপারস্টার আমির খানকে। এবার একই ভূমিকায় দেখা বলিউডের আরেক তারকা অভিনেতা সালমান।   ছবিটি পরিচালনা করছেন রেমু ডিসুজা।

হলিউডের জনপ্রিয় ছবি ‘‌স্টেপ আপ’–এর  অনুকরণে তৈরি হচ্ছে ছবিটি। একটি মেয়ের ছোটবেলা থেকে নাচের প্রতি আগ্রহ ও লড়াই নিয়ে তৈরি হতে চলেছে ছবিটি। তবে ছবিটির জন্য খুব শ্রম দিতে হচ্ছে বলিউড সুপারস্টারকে।

পিঙ্কভিলা ডটকমকে দেওয়া একটি সাক্ষাৎকারে সালমান খান জানিয়েছেন, এই বয়সে একটি বড় চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছি। এই ছবির জন্য আমাকে প্রায় ১৮ কেজি ওজন কমাতে হবে। ব্যয়ামের পরিশ্রম যেমন আছে, তেমনই আছে খাওয়া দাওয়ার নিয়ন্ত্রণ। খাবার টেবিলে আগের মতই রাজকীয় খাবারের আয়োজন থাকছে, কিন্তু ততটুকুই খাচ্ছেন সালমান, যতটা খাবার তার সারাদিনের ক্যালোরির মাপ বজায় রাখতে রাখা দরকার।

তিনি আরও বলেন, ‘খুব কষ্ট হচ্ছে। কিন্তু কিছু করার নেই। আমি চাই পর্দায় আমাকে ভালরকম বিশ্বাসযোগ্য দেখাক। না হলে দর্শকের সামনে দাঁড়াবো কী করে?‌ সেই চরিত্রের প্রয়োজনেই এত নিয়ম মানতে হচ্ছে আমাকে। ’‌

Similar Articles

Advertismentspot_img

Most Popular