বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বাপকা বেটা রোনালদো পুত্র !(ভিডিও)

নিউজ ডেস্ক:

ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র, বয়স মাত্র ৬ বছর। কিন্তু এখনই সে রপ্ত করে ফেলেছে বাবার ফুটবল খেলার কৌশল।

বাবা রোনালদো যেভাবে ফ্রি কিক নিয়ে প্রতিপক্ষের জালে বল পাঠান অবিকল সেভাবেই গোল করেছেন রোনালদো জুনিয়র। বাবার ফুট স্টেপ, শর্ট নেওয়ার ধরনের সঙ্গে মিল আছেন জুনিয়র রোনালদোর শর্টেরও।

কিছুদিন আগে রিয়াল মাদ্রিদের এক অনুশীলন শিবিরে যুক্ত হওয়ার আগে পরীক্ষা দিতে গিয়ে এমন দর্শনীয় শর্ট নিতে দেখা যায় রোনালদো জুনিয়রকে।

আর পুত্রের এমন দারুণ গোল করার মূহূর্তটি ইনস্ট্রাগ্রামে শেয়ার করেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো নিজেই। যেখানে দেখা যায় বলটি বেকে গিয়ে গোল পোস্টে প্রবেশ করেছে।

সূত্র:  ফক্স স্পোর্টস

Similar Articles

Advertismentspot_img

Most Popular