নিউজ ডেস্ক:
একদল বানরকে নিয়ে সোমবার মেতে উঠেছিলেন ভারতের জলপাইগুড়ি শহর লাগোয়া পাতকাটা ও ডেঙ্গুয়াঝার চা–বাগান এলাকার মানুষ। এই নতুন অতিথিদের ঘিরে ব্যাপক উন্মাদনাও তৈরি হয়েছিল সকলের মধ্যে। এদিন সকালে চোখ কচলে ঘর থেকে বেরোতেই স্থানীয় মানুষ প্রায় কুড়ি–পঁচিশটি বানরকে রাস্তার এদিক–ওদিকে বসে থাকতে দেখেন। এই নতুন অতিথিদের হঠাৎ বাড়ির সামনে ঘোরাফেরা করতে দেখে প্রথমে আতঙ্কগ্রস্ত হয়ে উঠেছিলেন পাতকাটা ও ডেঙ্গুয়াঝার এলাকার বসিন্দারা। যদিও ধীরে ধীরে সকলের সেই আতঙ্ক কেটে যায়। কারণ, বানরগুলো দিনভর এদিক ওদিক ঘোরাফেরা করলেও কারও কোনও ক্ষতি করেনি।
এদিন সকাল থেকে ওই এলাকার একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে নির্দ্বিধায় ঘুরে বেড়িয়েছে বানরগুলো। এক গাছ থেকে আরেক গাছে লম্ফঝম্ফ–সহ সর্বত্রই আপন মনে ঘুরে বেড়াতে দেখা যায় তাদের। নিজেদের পছন্দমতো ফল গাছ থেকে পেড়ে সাবাড় করতেও দেখা যায় কখনও কখনও। যেসব এলাকা দিয়ে তারা ঘোরাফেরা করেছে সেখানকার মানুষ রুটি, কলা ও বিস্কুট খেতে দিয়েছেন তাদের। মানুষের দেওয়া খাবারগুলো রীতিমতো লুফে নিয়ে সকলে মিলে সাবাড় করেছে বানরের দল। দিনভর তাদের লম্ফঝম্প দেখে শিশুদেরও আনন্দের কোনও সীমা ছিল না। কখনও কোনও দোতলা বাড়ির বারান্দায় কোনও মহিলাকে দাঁড়িয়ে থাকতে দেখলেই এগিয়ে গেছে দু–একটি স্ত্রী বানর। আবার কখনও কোনও বাড়ির কার্নিশে ছায়ার মধ্যে বসে একটু বিশ্রামও সেরে নিতে দেখা যায় কোনও কোনও বানরকে। কোথাও কোথাও গাছের নরম ডালে বসে দোল খেতেও দেখা যায় তাদের। আবার কখনও কখনও চলে তাদের উল্টো ডিগবাজির খেলা। বানর দলের এসব কাণ্ড দেখে হাততালির ফোয়ারা ওঠে ছোটদের মধ্যে। সূত্র: আজকাল।