বাণিজ্য মেলায় স্পট অর্ডার ২৪৩ কোটি টাকা !

0
29

নিউজ ডেস্ক:

২২তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে রপ্তানি অর্ডার হয়েছে ২৪৩.৪৪ কোটি টাকা এবং সামগ্রিক বিক্রি হয়েছে ১১৩.৫৩ কোটি টাকা।
সমাপনী অনুষ্ঠানে এসব তথ্য জানান এক্সপোর্ট প্রোমোশন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মাফরুহা সুলতানা।
গতকাল শনিবার বিকেলে বাণিজ্য মেলা চত্বরে সমাপনী অনুষ্ঠানের আয়োজন করে রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয়।

মাফরুহা সুলতানা বলেন, দেশি ক্রেতা-দর্শনার্থীর উপচে পড়া ভিড় এবং বিদেশি দর্শনার্থীদের আগমন আমাদের আরো অনুপ্রাণিত করেছে। বাণিজ্য মেলা সময়ের চাহিদা হিসেবে বিনোদনের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। বিনোদন ও বিপণন এ মেলার বিশেষ বৈশিষ্ট্য।

তিনি বলেন, সহায়ক বাণিজ্য পরিবেশ, স্থিতিশীল রাজনৈতিক অবস্থা এবং দেশে বিরাজমান অর্থনৈতিক কর্মচাঞ্চল্যের ধারাবাহিকতায় এ বছরের বাণিজ্য মেলায় ক্রেতা-দর্শনার্থীদের অংশগ্রহণ ছিল বিগত বছরগুলোর তুলনায় অধিক।
৩১ জানুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলে ব্যবসায়ীদের দাবিতে চার দিন বাড়ানো হয় বাণিজ্য মেলা।

মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার উদ্বোধন করেন। শনিবার বিকেলে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বাণিজ্য মন্ত্রণালয় থেকে জানা যায়, এ বছর মেলায় ৫৯০টি বিভিন্ন ধরনের স্টল, প্যাভিলিয়ন ও মিনি প্যাভিলিয়ন বরাদ্দ দেওয়া হয়েছিলে। দেশি প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্বের পাঁচটি মহাদেশের ২০টি দেশ থেকে ৫০টি প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়।

মেলার নিরাপত্তার জন্য র‌্যাব, বিজিবি, পুলিশ, আনসার এবং বেসরকারি সিকিউরিটি ফোর্সের পাশাপাশি বাসানো হয়েছিল ১৪০টি সিসি ক্যামেরা।