বাড়ি সাফ করছেন নগ্ন গৃহকর্মী !

0
35

নিউজ ডেস্ক:

বাড়ি সাফ করছেন গৃহকর্মী, কিন্তু তিনি সম্পূর্ণ নগ্ন। পায়ে স্যান্ডেল, হাতে গ্লাভস, শরীরে একটি সুতাও নেই।

এমনই বিশেষ পরিষেবা দিতে শুরু করেছে লন্ডনের একটি সংস্থা।এই খবর অবশ্য পাওয়া গেছে কিছুটা অন্যভাবেই। সম্প্রতি একটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল এই সংস্থার পক্ষ থেকে, সেখানে কর্মপ্রার্থীদের জন্য বলা হয় ‘‌গৃহকর্মী হিসেবে কাজ করার জন্য সব বয়সের নারী প্রয়োজন। কাজের বেতন, ঘণ্টা পিছু ৩,৮০০ ডলার। তবে শর্ত একটাই, গৃহকর্মীদের বাড়ি পরিষ্কারের কাজ করতে হবে একেবারে নগ্ন হয়ে। ’

গ্রাহকদেরও বলা হয়েছে, তিন রকম পরিষেবা দেবে এই সংস্থা। একটিতে ইচ্ছা হলে গ্রাহক নগ্ন থাকতে পারবেন, অন্যটিতে পরিচারিকা নগ্ন থাকতে পারবেন, আর একটিতে নগ্ন থাকতে পারবেন দু’‌জনেই।

কিন্তু এই পরিষেবার সঙ্গে যৌনতার বিন্দুমাত্র সম্পর্ক নেই বলেই দাবি করেছে সংস্থা। জানিয়েছে, যে কোনওগ্রাহককে পরিষেবা দেওয়ার আগে একটি চুক্তিপত্রে সই করিয়ে নেওয়া হচ্ছে। যেখানে, শর্ত হিসেবে পরিষ্কার বলে দেওয়া হচ্ছে নগ্ন গৃহকর্মীকে কোনওভাবেই স্পর্শ করা যাবে না। গৃহকর্মীর সম্মানহানি হয়, এমন কিছুই ঘটানো যাবে না। এই পরিষেবা গত দু’‌বছর ধরে দিচ্ছে সংস্থা। ইংল্যান্ড ছেড়ে এখন সংস্থার প্রসার দেশের বাইরেও পৌঁছে গেছে। সূত্র: আজকাল