নিউজ ডেস্ক:
টানা কয়েক দফা দাম বাড়ার পর এবার স্বর্ণের দাম কমলো। নতুন মূল্য অনুযায়ী, ভালো মানের (২২ ক্যারেট) প্রতি ভরি স্বর্ণের দাম ১ হাজার ১৬৬ টাকা এবং অন্যান্য মানের স্বর্ণের দামও ভরিতে ৮১৬ টাকা থেকে ১১০৮ টাকা পর্যন্ত কমেছে।
গতকাল রবিবার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এই ঘোষণা দেয়, যা আজ সোমবার থেকে কার্যকর হবে।
বিজ্ঞপ্তিতে সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা বলেন, সম্প্রতি আন্তর্জাতিক বাজারে সোনার দাম কমায় স্থানীয় বাজারে দাম সমন্বয় করা হয়েছে।
নতুন মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম ৪৭ হাজার ৪৮ টাকার পরিবর্তে ৪৫ হাজার ৮৯৮ টাকা, ২১ ক্যারেটের প্রতিভরি স্বর্ণ ৪৪ হাজার ৯৬৫ টাকার পরিবর্তে ৪৩ হাজার ৮৫৭ টাকা এবং ১৮ ক্যারেটের সোনা প্রতিভরি ৩৯ হাজার ৪৮৩ টাকার পরিবর্তে ৩৮ হাজার ৬৬৬ টাকায় বিক্রি হবে।
এদিকে, সোমবার থেকে সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম হবে ২৪ হাজার ৮৪৪ টাকা, এ মানের স্বর্ণের বর্তমান দাম ২৫ হাজার ৬৬১ টাকা। এ ক্ষেত্রে দাম কমেছে ৮১৭ টাকা। স্বর্ণের সঙ্গে কমেছে রুপার দামও। বর্তমানে ২১ ক্যারেটের প্রতিভরি রুপার দাম ১১০৮ টাকা। নতুন মূল্য অনুযায়ী তা কমে হয়েছে ১০৫০ টাকা।