বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাজারে বেড়েছে সবজির দাম !

নিউজ ডেস্ক:

বেশির ভাগ সবজির দাম গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে ৩ থেকে ৫ টাকা বেড়েছে।
শুক্রবার রাজধানীর জিগাতলা, নিউমার্কেট কাঁচা বাজারসহ কয়েকটি বাজার ঘুরে ও ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা যায়।  জিগাতলা কাঁচাবাজারের একজন বিক্রেতা বলেন, গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে বেশির ভাগ সবজির দাম ৩ থেকে ৫ বেড়েছে।

বাজার ঘুরে দেখা যায়, শিম বিক্রি হচ্ছে প্রতি কেজি ৬০-৬৫ টাকা, গাজর ৫০ টাকা, শশা ৪৫-৫০ টাকা, টমেটো ৩০ টাকা, ফুলকপি ৫০-৫৫ টাকা (আকার ভেদে), বাঁধাকপি ৩০ টাকা। বেগুন প্রকারভেদ বিক্রি হচ্ছে ৬০-৭০ টাকায়। পেঁয়াজ ফুলের ডাটা ২৫ টাকা, চাল কুমড়া ২০ টাকা, কচুর লতি ৬২ টাকা, পটল ৬০ টাকা, ঢেঁড়স ৬৫ টাকা, ঝিঙা ৬০ টাকা, চিচিঙ্গা ৬৩ টাকা, করলা ৬৪ টাকা, কাঁকরোল ৬০ টাকা, কচুর মুখি ৭৫ টাকা, আলু ১৮ টাকায় বিক্রি হচ্ছে।

মানভেদে দেশি পেঁয়াজ কেজি প্রতি ২৫ টাকা, ভারতীয় পেঁয়াজ ২০ টাকা, দেশি রসুন ৮০ টাকা, ভারতীয় রসুন ২০০ টাকা। দেশি আদা ১৪০ টাকা। গরুর মাংসের কেজি ৫০০ টাকা, ব্রয়লার মুরগির কেজি ১৬০ টাকা এবং খাসির মাংস ৭৫০ টাকায় বিক্রি হচ্ছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular