বাজারে বেড়েছে সবজির দাম !

0
33

নিউজ ডেস্ক:

রাজধানীর কাঁচাবাজারে এক সপ্তাহের ব্যবধানে বেশিরভাগ শাক-সবজির দাম প্রতি কেজিতে সাত থেকে ১০ টাকা বেড়েছে।
গত শুক্রবার রাজধানীর কারওয়ান বাজার, নিউমার্কেট, হাতিরপুল বাজার ঘুরে দেখা গেছে, শীতকালে সব থেকে বেশি চাহিদার সবজি বাধাকপি বিক্রি হচ্ছে পাঁচ টাকা বেড়ে ৩০ টাকায়। তবে করলা চার টাকা (প্রতি কেজি) বেড়ে বিক্রি হচ্ছে ৬০ টাকায়, বেগুন ৪০ থেকে ৬০ টাকায়। এ ছাড়া বরবটি ৮৫ টাকায়, টমেটো ১০ টাকা বেড়ে ৪০ টাকায়, চিচিঙ্গা ৭০ টাকায়, শিম ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি হচ্ছে। গাজর ৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এ ছাড়া পেঁপে ২৫ টাকা, কচুর লতি ৫০ টাকা, কচুরমুখী ৪৫ টাকা, মিষ্টি কুমড়া (কাটা পিস) ২০ টাকা, লাউ ৫০ টাকা (প্রতি পিস), পটল ৩৫, গাজর ৩০, শসা ৩০ টাকা ও কাঁচামরিচ প্রতি কেজি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

নিউমার্কেট কাঁচাবাজার বিক্রেতা হান্নান মিয়া বলেন, ‘গত সপ্তাহের থেকে আমদানি কম থাকায় পাঁচ থেকে ১০ টাকা বেড়েছে।
নিউমার্কেট এলাকার বাসিন্দা ফিরোজ হোসেন বলেন, গত সপ্তাহের তুলনায় আজ সবজির দাম অনেক বেড়েছে।