সিরাজগঞ্জের প্রতিটি বাজারে নিত্যদিনই বেড়ে চলেছে শাক সবজি সহ বিভিন্ন কাচামালের দাম। গত এক দিনের ব্যবধানে কাচামরিচ ৩০০ টাকা থেকে ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।
জানা গেছে, শহরের বড় বাজার, পৌর নাসিম কাচাবাজার আড়ৎ, মাসিমপুর বৌ বাজার, কাঠেরপুল বাজার সহ প্রতিটি বাজারে গত বুধবার কাচা মরিচের দাম ছিলো ৩০০ টাকা। বৃহস্পতিবার তা বিক্রি হচ্ছে ৪০০ টাকা। কাচামরিচের সঙ্গে অন্যান্য সামগ্রির দামও বৃদ্ধি পেয়েছে। যার প্রেক্ষিতে খেটে খাওয়া মানুষেরা পড়েছে বিপাকে।
এ ব্যাপারে বড় বাজারে বাজার করতে আসা ক্রেতা হাসমত বলেন, একদিন আগেও কাচামরিচ ছিল ৩০০ টাকা । এখন তা বেড়ে ৪০০ টাকা হয়েছে।
বৌ বাজারে বাজার করতে আসা হাসান জানায়, প্রতিটা জিনিসের দামই লাফিয়ে বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে পিয়াজ ১৩০-১৩৫ টাকা, বেগুন ২০০ টাকা, আলু ৫৫-৬০ টাকা, পটল ৮০ টাকা, মিষ্টি কুমড়া ৮০ টাকা কেজি, পেপে ৩০-৩৫ টাকা, কাচাকলা ৩০-৪০ টাকা হালি দরে বিক্রি হচ্ছে। অপর এক ক্রেতা কোহিনুর বেগম জানায়, আমরা সাধারণ মানুষ শাকসবজি সহ প্রতিটি দ্রব্য মূল্য নিত্যদিন বৃদ্ধি পাবার কারণে আমরা বিপাকে পড়েছি।
দাম বৃদ্ধির ব্যাপারে কয়েকজন ক্রেতা জানায়, ব্যবসায়ী মহল তাদের ইচ্ছা মতো দাম বৃদ্ধি করে চলেছে। আর ভোগান্তিতে পড়েছে অসচ্ছল মানুষেরা।
পৌর নাসিম কাচাবাজারের আড়ৎদার হাকিম এবং কাঠের পুলের আড়ৎদার দানিউল বলেন, এই মৌসুমে আলু, বেগুন, মরিচ, ধুন্ধুল, পটল সহ বিভিন্ন সবজি যমুনার চর সহ জেলার বিভিন্ন চর থেকে আসে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে মালামাল সরবরাহে বিঘ্নতার সৃষ্টি হওয়ায় এবং পরিবহন খরচ বেশি হওয়ায় শাকসবজির দাম বৃদ্ধি পেয়েছে।