নিউজ ডেস্ক:
এই বছরের শেষ দিকে গুগল পিক্সেল স্মার্টফোনের নতুন ভার্সন বাজারে আসতে পারে। স্পেনের বার্সেলোনায় অনুষ্ঠিত মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসে এ ইঙ্গিত দিয়েছে সংস্থাটি। মার্কেট এক্সপার্টদের ধারণা, এ বছরের অক্টোবর মাস নাগাদ গুগলের নতুন স্মার্টফোনের দেখা পাওয়া যেতে পারে। বাজারে অ্যাপলের তৈরি নতুন আইফোনের সঙ্গে প্রতিযোগিতার জন্য পিক্সেল 2 বাজারে ছাড়ার পরিকল্পনা করছে গুগল। অবশ্য বাজারে প্রিমিয়াম স্মার্টফোন হিসেবে থাকার জন্য আপাতত অল্প বাজেটের মধ্যে কোনো পিক্সেল স্মার্টফোন আনার লক্ষ্য নেই গুগলের।
টেকনোলজি এক্সপার্টরা অনুমান করছেন, পিক্সেল ২ স্মার্টফোনের গ্লাস ব্যাক প্যানেল, মাঝখানে ক্যামেরা ও ফিঙ্গার প্রিন্ট সেন্সর থাকবে। এতে ব্যবহৃত হবে ইউএসবি টাইপ-সি। 5 ইঞ্চি মাপের 2K ডিসপ্লে, 6 জিবি র্যাম ও দ্বিতীয় প্রজন্মের ভার্চ্যুয়াল রিয়্যালিটি সাপোর্ট করবে ফোনটিতে।