বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১৯, ২০২৫

বাছুরকে স্বামী বানিয়ে বিশ্বে সংবাদের শিরোনাম এই নারী !

নিউজ ডেস্ক:

বাছুরকে স্বামী হিসেবে গ্রহণ করে বিশ্ব গণমাধ্যমে সংবাদের শিরোনাম হয়েছেন কম্বোডিয়ার নাগরিক খিম হ্যাং। ৭৪ বছর বয়সী এই নারীর স্বামী বেঁচে নেই। সম্প্রতি তিনি একটি বাছুরকে স্বামী হিসেবে গ্রহণ করেছেন। তার বিশ্বাস তার স্বামীই এই বাছুরের রূপে পূণজন্ম নিয়েছেন।

পাঁচ মাস বয়সী ওই বাছুরটিকে নিজের ঘরেই রাখেন কম্বোডিয়ার ক্রাতি প্রদেশের বাসিন্দা খিম হ্যাং। বাছুরটির স্বভাব নাকি তার স্বামী টোল খাটের মতোই।

খিম হ্যাংয়ের বক্তব্য, ‘এই বাছুর সত্যিই আমার স্বামী। বাকি জীবনটা আমি তার দেখাশুনা করে যাবো। মৃত্যুর পর আমার সন্তানদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন এটিকে বিক্রি না করে।

বাছুরটিকে ঘরের ভিতরেই গোসল করানো হয়, খাওয়ানো হয়। খাটে পাতা নরম বিছানায় সে ঘুমায়। বাছুরটি সেই বালিশটিই ব্যবহার করে যেটিতে এক সময় খিম হ্যাংয়ের স্বামী ঘুমাতেন। প্রতিদিনই শতাধিক লোক ভিড় করছেন বাছুরটিকে দেখতে।

সূত্র : রয়টার্স

Similar Articles

Advertismentspot_img

Most Popular