মোঃ সালমান হোসাইন, নাটোর জেলা সংবাদদাতাঃ নাটোরের বাগাতিপাড়ায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার আয়েশা সিদ্দিকা আশার বিরুদ্ধে ভারতীয় নাগরিকের চিকিৎসা না করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মানবাধিকার কমিশন বাগাতিপাড়া উপজেলা শাখা।
রবিবার (১লা জুলাই) বিকেল সাড়ে ৫টায় বাগাতিপাড়া উপজেলা প্রেস ক্লাবে উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি এ্যাডভোকেট সোহেল রানা এ সংবাদ সম্মেলন করেন।
এ সময় তিনি বলেন, গত ২৬শে জুন আনুমানিক সকাল সাড়ে ১১টায় ভারতীয় নাগরিক এ্যাডভোকেট নীতু ব্যানার্জি শারীরিক ভাবে অসুস্থ হয়ে চিকিৎসা নিতে যান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। সে সময় কর্মরত চিকিৎসক ডাঃ আয়েশা সিদ্দিকা আশা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় ছিলেন। তাকে রোগীকে দেখার জন্য ডাকেন কমপ্লেক্সে কর্মরত স্টাফ মুকুল রায়। সময় মাফিক না আসলে রোগীর অবস্থা আশংকা জনক দেখলে কর্মরত স্টাফ তাকে বেশ কয়েকবার ফোন করেন। পরিশেষে ডাঃ আয়েশা সিদ্দিকা আশা রোগীকে না দেখেই কর্মরত স্টাফকে (ফোনে) বলেন নাটোর সদর হাসপাতালে পাঠিয়ে দিতে।
এছাড়াও ডাক্তারের বিরুদ্ধে কাগজপত্র সত্যায়িত করার জন্য ঘুষ বাণিজ্য, সরকারি অ্যাম্বুলেন্স ব্যাক্তিগত কাজে ব্যাবহার ছাড়াও নানা অনিয়মের অভিযোগ করেন মানবাধিকার কমিশন।
এবং মানবাধিকার কমিশন দ্রুত সেই ডাক্তার (ডাঃ আয়েশা সিদ্দিকা আশার) অপশাসন দাবি করেন এবং তদন্ত সাপেক্ষে উপজেলা নির্বাহী অফিসারের হস্তক্ষেপ কামনা করেন ও বলেন যেখানে বিদেশী নাগরিকের চিকিৎসা সেবা হয়না ডাক্তারের কাছে, সেখানে সাধারণ মানুষের কি হবে।
পরিশেষে মানবাধিকার কমিশন বলেন, দ্রুত ডাক্তারের বিরুদ্ধে ব্যাবস্থা গ্রহণ না করলে কঠোর আন্দোলন করা বলে জানান তারা।
: