বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাগদাদে গাড়ি বোমা হামলায় নিহত ১৫ !

নিউজ ডেস্ক:

ইরাকের রাজধানী বাগদাদের দক্ষিণাঞ্চলে পুলিশের একটি চেকপয়েন্টে আত্মঘাতী গাড়ি বোমা হামলায় অন্তত ১৫ জন নিহত হয়েছে বলে জানিয়েছে দেশটির কর্মকর্তারা। হামলাকারী বিস্ফোরক ভর্তি একটি ট্যাঙ্কারে বিস্ফোরণ ঘটায়। এতে ৪০ জনের বেশি লোক আহত হয়েছে বলে জানা গেছে।

আইএস এর কবল থেকে মসুল নগরী পুনরুদ্ধারে ইরাকি বাহিনীর বড় ধরনের অভিযানের মধ্যেই বুধবারের হামলাটি চালানো হলো। তবে, এখন পর্যন্ত কোন গোষ্ঠী বা সংগঠন এই হামলার দায়িত্ব স্বীকার করেনি। যদিও সাম্প্রতিক সময়ে আইএস জিহাদিরা ইরাকে এ ধরনের হামলা চালিয়ে আসছে।

উল্লেখ্য, মার্কিন নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলার সহায়তায় ইরাকি বাহিনী উত্তরাঞ্চলীয় নগরী ও এর আশপাশের এলাকার একটি বড় অংশ পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছে। এএফপি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular