বাক প্রতিবন্ধী শিশু ধর্ষণ, বৃদ্ধ গ্রেপ্তার!

0
46

নিউজ ডেস্ক:

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের অদূরে একটি মুদি দোকানের পেছনে বাক প্রতিবন্ধী শিশু (১৪) ধর্ষিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ ঘটনা ঘটে। ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আব্দুস সালামকে (৬৪) গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় ধর্ষিতার বাদী হয়ে খালিশপুর থানায় মামলা দায়ের করেছেন।

খালিশপুর থানার ওসি আমীর তৈমুর ইলী জানান, ওয়ান্ডারল্যান্ড শিশু পার্কের অদূরে খালিশপুর নিউ কলোনীর ১৯নং রোডে বৃদ্ধ আব্দুস সালামের একটি মুদি দোকান রয়েছে। ওই দোকানে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে বাক প্রতিবন্ধী শিশুটি বিস্কুট কিনতে যায়। এসময় কৌশলে দোকানদার আব্দুস সালাম শিশুটিকে তার দোকানের পেছনে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাসায় গিয়ে তার মাকে ইশারা-ইঙ্গিতে জানালে তিনি এলাকাবাসীকে নিয়ে দোকানে গিয়ে সালামকে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

এ ঘটনায় ধর্ষিত শিশুর মা বাদী হয়ে মামলা করেছেন। শিশুটিকে নারী পুলিশের হেফাজতে রাখা হয়েছে।