রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫
রবিবার, ফেব্রুয়ারি ২৩, ২০২৫

বাউবির সিএসই প্রোগ্রামে অন-লাইনে ভর্তি কার্যক্রম শুরু!

নিউজ ডেস্ক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবির বিএসসি (সম্মান) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অন-লাইনে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মোঃ আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাউবির ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে (৪র্থ ব্যাচ) ভর্তির জন্য অন-লাইনে আবেদন জমাদান কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তির এ কার্যক্রম প্রথমবারের মতো শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে www.admission.bousst.edu.bd এই URL ব্যবহার করে অন-লাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য www.bousst.edu.bd অথবা ৯২৯১১১১ এই নম্বরে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular