বাউবির সিএসই প্রোগ্রামে অন-লাইনে ভর্তি কার্যক্রম শুরু!

0
50

নিউজ ডেস্ক:

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-বাউবির বিএসসি (সম্মান) ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে অন-লাইনে প্রথমবারের মতো ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের যুগ্মপরিচালক মোঃ আবুল কাসেম শিখদার সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, বাউবির ব্যাচেলর অব সায়েন্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) প্রোগ্রামের ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে (৪র্থ ব্যাচ) ভর্তির জন্য অন-লাইনে আবেদন জমাদান কার্যক্রম ২০ ডিসেম্বর থেকে শুরু হয়েছে এবং তা চলবে আগামী ২২ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চলবে। ভর্তির এ কার্যক্রম প্রথমবারের মতো শুরু হয়েছে। ভর্তিচ্ছু শিক্ষার্থীদেরকে www.admission.bousst.edu.bd এই URL ব্যবহার করে অন-লাইনে আবেদন জমা দিতে বলা হয়েছে। আগামী ২৭ জানুয়ারি সকাল ১০টায় ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ভর্তি সংক্রান্ত তথ্যের জন্য www.bousst.edu.bd অথবা ৯২৯১১১১ এই নম্বরে অফিস চলাকালীন যোগাযোগ করা যাবে।