বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাইকের পেছনে ক্যাটরিনাকেই চান সৌরভ গাঙ্গুলী !

নিউজ ডেস্ক:

স্ত্রী ডোনাকে নয়, বাইকের পেছনে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফকেই সঙ্গী হিসেবে চান সৌরভ গাঙ্গুলী। দাদাগিরি অনুষ্ঠানে একজনের প্রশ্নের জবাবে এমন তথ্য দিয়েছেন ভারতীয় ক্রিকেটের সাবেক এ অধিনায়ক।

বাংলা চলচ্চিত্রের কালজয়ী জুটি উত্তম কুমার ও সুচিত্রা সেনের অন্যতম জনপ্রিয় একটি ছবি ‘সপ্তপদী’। ছবির ‘এই পথ যদি না শেষ হয়’ এর জনপ্রিয়তা মূল ছবিকেও ছাড়িয়ে গেছে। গানটিতে বাইক চালাতে দেখা যায় উত্তম কুমারকে। পেছনে সুচিত্রা সেন।

তেমন বাইক ভ্রমণে কাকে সঙ্গী হিসেবে চান এমন প্রশ্নই করা হয়েছিল সৌরভকে। উত্তরে হেসে সৌরভ জবাব দেন, স্ত্রী ডোনা কখনই বাইকে চড়েন না। তবে ক্যাটরিনা কাইফ তার বাইক-সঙ্গী হলে বিষয়টি মন্দ হবে না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular