জীবন এখন হবে আরো সহজ, কারণ বাংলালিংক নিয়ে এলো ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস! খুব আরামেই বাংলালিংক ব্যবহারকারী বন্ধু ও স্বজনদের কাছে নিজের ফোনের ব্যালেন্স পাঠানো যাবে এখন, যেকোন সময়।
সার্ভিস বিস্তারিতঃ
- সকল বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহক ব্যালন্স ট্রান্সফার করতে পারবে অন্য বাংলালিংক প্রিপেইড কল অ্যান্ড কন্ট্রোল গ্রাহকদের কাছে
- নতুন সংযোগ চালুর এক মাস পর গ্রাহকগণ ব্যালেন্স ট্রান্সফার সেবাটি ব্যবহার করতে সক্ষম হবেন
- এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস উপভোগ করতে হলে আগে রেজিস্টার করতে হবে।
- রেজিস্টার করতে হলে *1000# কোড ডায়াল করতে হবে এবং নিচে বর্ণিত নির্দেশনা অনুসরণ করতে হবে.
- রেজিস্ট্রেশন এসএমএস করার পর ফিরতি এসএমএস -এ একটি PIN নাম্বার পাবেন
- এই পিন নাম্বার ব্যবহার করেই সকল ব্যালেন্স ট্রান্সফার করা যাবে
- প্রিপেইড ussd মেনুতেও এই ব্যালেন্স ট্রান্সফার সার্ভিস পাওয়া যাবে
- সার্ভিসের জন্য প্রয়োজনীয় ধাপসমূহ নিচে বর্ণিত আছে
সার্ভিস অ্যাক্টিভেশন পদ্ধতি
রেজিস্টার করতে হলেঃ
ডায়াল করুন *1000#⇒‘Balance Transfer‘⇒ ‘Set PIN’⇒ ‘New Pin’⇒‘Confirm New PIN‘⇒(পপ-আপ মেসেজ আসবেঃ) “You have successfully set your new PIN”
ব্যালেন্স ট্রান্সফার করতে হলেঃ
- মেসেজ অপশনে যান এবং টাইপ করুন‘BTR<স্পেস>পরিমাণ<স্পেস>প্রাপকের মোবাইল নাম্বার<স্পেস>PIN’
- মেসেজটি 1000 নাম্বারে পাঠান
- আপনি একটি কনফারমেশন মেসেজ পাবেন
/ ডায়াল করুন *1000#⇒Balance Transfer⇒Amount⇒প্রাপকের নাম্বারটি লিখুন⇒ আপনার PIN লিখুন !