নিউজ ডেস্ক:
বাংলাদেশ ব্যাংকের রংপুর শাখার ক্যান্টিনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সকাল ৮টার দিকে শহরের ধাপ এলাকার ওই ব্যাংকের চারতলা ভবনের নিচ তলার ক্যান্টিনে আগুন লাগে। তবে এ ঘটনায় কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
জেলা ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার মো. আবদুল হামিম জানান, গ্যাস সিলিন্ডারের পাইপ লিক করায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সকাল ৮টায় অগ্নিকাণ্ডের খবর পাওয়ার পরই রংপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট মাত্র ১৫ মিনিটের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনে।