বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাংলাদেশ দলের অনুশীলন বাতিল করলো বিসিবি

বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ডাক দেওয়া অসহযোগ আন্দোলনের কারণে শান্ত-তাসকিনদের রোববারের (৪ আগস্ট) অনুশীলন বাতিল করেছে বিসিবি।

আসন্ন পাকিস্তান সফরকে কেন্দ্র করে গত মাসে চট্টগ্রামে লাল ও সবুজ দলে ভাগ হয়ে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছিলো বাংলাদেশ দলের ক্রিকেটাররা।

শনিবার (৩ আগস্ট) ক্রিকেটাররা ঢাকার ক্যাম্পে যোগ দেন। প্রথমদিনেই মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের জিমে তাসকিন-শান্তরা দিয়েছিলেন স্ট্রেংথ পরীক্ষা।

আজ রোববারেও হওয়ার কথা ছিলো এই অনুশীলন।

তবে কোটা সংস্কার আন্দোলন নিয়ে রোববার (৪ আগস্ট) থেকে শুরু হওয়া দেশব্যাপী অসহযোগ আন্দোলনের কারণে দ্বিতীয় দিনে অনুশীলন সেশন বাতিল করেছে বিসিবি। তবে অনুশীলন বাতিলের এই সিদ্ধান্ত শুধুমাত্র একদিনের জন্য। এরপর বাকি সিদ্ধান্ত জানাবে বিসিবি।

Similar Articles

Advertismentspot_img

Most Popular