বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন ইতালীর নতুন কমিটি গঠন !

0
37

নিউজ ডেস্ক:

ইতালীতে ‘বাংলাদেশ খ্রীষ্টান এ্যাসোসিয়েশন ইতালী’ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। গত রবিবার রোমের তরপিনাতারার একটি হল রুমে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সনেট পি রোজারিও সভাপতি,নেলসন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সমিতি ইতালীর সাবেক সাধারন সম্পাদক ,বর্তমান নির্বাচন কমিশন সচিব হেনরি ঢি কস্তা। প্রথম অধিবেশনে রবিন গমেজের সভাপতিত্বে ও নেলসন বাড়ৈ তুষার ,গ্যাবরিয়েল গোমেজের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি ,বর্তমান উপদেষ্টা রঞ্জিত রোজারিও,প্রতিষ্ঠাতা সাধারন সম্পাদক বিপুল ক্রুজ,প্রতিষ্ঠাতা সদস্য অনুপ গোমেজ,রঞ্জন কোড়াইয়া,রঞ্জন গমেজ,সাবেক সভাপতি কমল চালর্স রোজারিও,সাবেক সাধারন সম্পাদক সনেট ডি কস্তা,বিদায়ী সভাপতি সনেট পি রোজারিও,উপদেষ্টা বাপুল এসেনশন,সিলভিও হালছনা সহ আরো অনেকে।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রবার্ট এসেনশন। প্রথম অধিবেশন শেষে সিনিয়র নেতৃবৃন্দের নিয়ে জুরী বোর্ড গঠন করা হয়। বোর্ডের সদস্যরা হলেন রবিন গমেজ,রঞ্জিত রোজারিও,সিলভিয়া,বিপুল,রঞ্জন গমেজ এবং জেনী।

বোর্ডের সকলের সিদ্ধান্ত মোতাবেক আগামী তিন বছরের জন্য আংশিক কমিটি ঘোষণা করা হয়। সভাপতি পদে সনেট পি রোজারিও,সিঃ সহ সভাপতি পদে রবার্ট এ এসেনশন,সাধারন সম্পাদক পদে নেলসন বাড়ৈ তুষার,এবং সাংগঠনিক সম্পাদক পদে গাবরিয়েল গোমেজের নাম ঘোষণা করেন। আগামী দুই মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

প্রধান অতিথি হেনরি ডি কস্তা সম্মেলন শেষে  সাংবাদিকদের বলেন এই কমিটি হচ্ছে ইতালীতে বসবাসরত খ্রীষ্টানদের প্রতিনিধি। আপনাদের সহযোগিতায় আগামি দিনে এই সংগঠন এগিয়ে যাবে পাশাপাশি বাংলাদেশীদের স্বার্থ রক্ষায় বাংলাদেশ সমিতির সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাবে।