বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখা উদ্যোগে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন

 মেহেরপুর প্রতিনিধিঃ পরিবেশের ভারসাম্য রক্ষা জন্য বৃক্ষরোপন অভিযান শুরু করেছে ইসলামী ব্যাংক। “ বৃক্ষ রোপন করে যে, সম্পদশালী হয় সে” এই প্রতিপাদ্যেকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখা উদ্যোগে পল্লী উন্নয়ন প্রকল্পে মেহেরপুরে বৃক্ষ রোপন অভিযান কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে চকশ্যামনগর সরকারি প্রাইমারি বিদ্যালয়ে বৃক্ষ রোপন কর্মসূচীর উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেহেরপুর ইসলামী ব্যাংকের ম্যানেজার জামিনুর রহমান । বিশেষ অতিথি ছিলেন ইউপি সদস্য আব্দুল কুদ্দুস, ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার প্রজেন্ট অফিসার রাশিদুল ইসলাম, সহকারী প্রকল্প কর্মকর্তা মফিজুল ইসলাম ও মাহাবুব গনি প্রমূখ।
এসময় সেখানে ইসলামী ব্যাংক মেহেরপুর শাখার আর.ডি এস অফিসার নূরে আলম সিদ্দিকী, তৌহিদুল আসলাম, তোফায়েল আহম্মেদ, সাংবাদিক মিজানুর রহমানসহ ইসলামী ব্যাংকের হোল্ডারকৃতরা উপস্থিত ছিলেন ।  এবছরে বাংলাদেশ ইসলামী ব্যাংক মেহেরপুর শাখা জেলায় ৩ হাজারেরও বেশী বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপন করবে বলে জানান ব্যাংক ম্যানেজার জামিনুর রহমান।

Similar Articles

Advertismentspot_img

Most Popular