শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বাংলাদেশে নতুন গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের পরিকল্পনা করছে শেভরন

বিশ্বের এনার্জি জায়ান্টখ্যাত শেভরন বাংলাদেশে গ্যাস অনুসন্ধানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে। প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করে এ আগ্রহের কথা প্রকাশ করেছেন প্রতিষ্ঠানটির ভাইস প্রেসিডেন্ট ফ্রাংক ক্যাসুলো।

মঙ্গলবার অতিথি ভবন যমুনায় ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতে যুক্তরাষ্ট্রভিত্তিক এ কোম্পানির শীর্ষ কর্মকর্তারা জানান, দেশটির অর্থনৈতিক কার্যক্রম বৃদ্ধি ও ভালো ব্যবসায়িক পরিবেশের কারণে গ্যাসের চাহিদা বাড়ছে, এবং এজন্য শেভরন উত্তর-পূর্ব বাংলাদেশে নতুন ড্রিলিং কার্যক্রমে বিনিয়োগ করতে যাচ্ছে।

ফ্রাংক ক্যাসুলো বলেন, আমরা নতুন অনশোর গ্যাস অনুসন্ধানে বিনিয়োগ করবো। তিনি আরও বলেন, নতুন গ্যাসের রিজার্ভ দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হবে।

এসময় প্রধান উপদেষ্টা শেভরনের কর্মকর্তাদের এ বিনিয়োগের জন্য ধন্যবাদ জানান। এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, অন্তর্বর্তী সরকার দেশের অর্থনৈতিক কার্যক্রমের মধ্যেও স্থানীয় কোম্পানিগুলোর জন্য গ্যাস সরবরাহ বাড়ানোর পরিকল্পনা নিয়েছে।

তিনি বলেন, আমরা এখন ব্যবসার জন্য প্রস্তুত। আমরা দেশে আরও বিদেশি বিনিয়োগ সরাসরি স্বাগত জানাই। বড় আন্তর্জাতিক কোম্পানিগুলো ইতোমধ্যে ইতিবাচক সাড়া দিয়েছে।

Similar Articles

Advertismentspot_img

Most Popular