বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই !

0
29

নিউজ ডেস্ক:

পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক বলেছেন, হলি আর্টিজানে হামলার সঙ্গে উগ্রবাদী সংগঠন ইসলামিক স্টেট (আইএস)’র সম্পৃক্ততা নেই এবং বাংলাদেশে আইএস’র কোনো অস্তিত্ব নেই।

আইএস ইস্যুতে ইন্টারন্যাশনাল সেন্টার ফর পলিটিক্যাল ভায়োলেন্স অ্যান্ড টেরোরিজম রিসার্চের (আইসিপিভিটিআর) পরিচালক রোহান গুণারত্নের বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে শহীদুল হক বলেন, ‘রোহান কোন পুলিশ অফিসার নন, তিনি জননিরাপত্তার সঙ্গে জড়িতও নন। তিনি একজন একাডেমিক ব্যক্তিত্ব। বাংলাদেশের ইস্যু তিনি জানেন না।

তিনি যাই বলুন, তার কথার সঙ্গে বাস্তবতার মিল থাকতে হবে। কিন্তু আমরা তার কথার সঙ্গে বাস্তবতার কোনো মিল পাইনি। এটা তার নিজস্ব বক্তব্য। আমরা তার বক্তব্য সমর্থন অথবা অনুমোদন করি না। ’

গতকাল সোমবার ঢাকায় হোটেল সোনারগাঁওয়ে ১৪টি দেশের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের অংশগ্রহণে আন্তর্জাতিক সম্মেলনের দ্বিতীয় দিনে মিট দ্য প্রেস অনুষ্ঠানে আইজিপি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন

আইজিপি বলেন, বাংলাদেশ থেকে কেউ আইএসে যোগ দিতে কিংবা প্রশিক্ষণে দেশের বাইরেও যায়নি। পুলিশের অভিযানে যেসব জঙ্গি নিহত হয়েছে আইএস তাদের নিজেদের বলে দাবি করেনি। এখন পর্যন্ত আমরা যেসব জঙ্গিদের গ্রেফতার করেছি তারা কেউ আইএস’র কথা বলেনি। তাদের পরিবারের কেউই আইএস’র বিষয়ে জানে না।

শহীদুল হক বলেন, ব্রুনাই ও ভিয়েতনামের পুলিশ ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে।