বাংলাদেশের পাট পণ্য আমদানিতে আগ্রহী পাকিস্তান

0
2

বাংলাদেশের পাট পণ্য আমদানিতে আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। মঙ্গলবার বিকালে পাকিস্তানের হাইকমিশনারের সাথে সৌজন্য সাক্ষাৎ শেষে একথা বলেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।

এছাড়াও যদি বাণিজ্যিকভাবে লাভবান হওয়া যায়, তাহলে বাংলাদেশ থেকে দুবাই ফ্লাইটে পাকিস্তান ট্রানজিটের বিষয়ে চিন্তা ভাবনা করা হচ্ছে বলেও জানান তিনি।

এদিকে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে আগ্রহী পাকিস্তান।

এছাড়াও বন্যা পরবর্তী পরিস্থিতিতে বাংলাদেশকে সহযোগিতা করতে পাকিস্তান প্রস্তুত বলেও জানান তিনি।