বাংলাদেশের আকাশে জিলহজ মাসের চাঁদ দেখা গেছে আগামী ২ সেপ্টেম্বর ঈদ !

0
27

নিউজ ডেস্ক:

বাংলাদেশের আকাশে আজ বুধবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২ সেপ্টেম্বর (শনিবার) পবিত্র ঈদুল আযহা অনুষ্ঠিত হবে।

গতকাল সন্ধ্যায় গোপালগঞ্জ, নরসিংদী এবং কক্সবাজারসহ কয়েকটি জেলায় জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ধর্ম মন্ত্রণালয়ের দিনি-দাওয়াত ও সংস্কৃতি বিভাগে ফোন করে সংশ্লিষ্ট জেলার কর্মকর্তারা বিষয়টি জানিয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সূত্র।