বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বাংলাদেশী কর্মকর্তার লাশ টেকনাফ সীমান্ত দিয়ে দেশে পৌছেঁছে

জিয়াবুল হক , টেকনাফ: মিয়ানমারের সিটওয়ে শহরে (আকিয়াব) বাংলাদেশ ক্যনসুলেট জেনারেল অফিসে নিয়োজিত কর্মকর্তা মো. হোসাইনের (৪৫) মরদেহ গত ১৯ আগষ্ট শনিবার রাত সাড়ে ১০ টার দিকে টেকনাফ স্থল বন্দরে আনা হয়। এর আগে রাত ৯ টার দিকে বিজিবি ২ ব্যাটলিয়ানের সদর বিওপি কমান্ডার সুবেদার মো. ইব্রাহিমের নেতৃত্বে একটি প্রতিনিধি টিম মিয়ানমারের মংডু শহরে গেলে তার লাশ হস্তান্তর করে মিয়ানমার কর্তৃপক্ষ।
সুত্রে জানা যায়, নাফনদীর টেকনাফ অংশের বাংলাদেশ মিয়ানমার ট্রানজিট জেটিতে কঠোর গোপনীয়তার মধ্যে তারঁ মৃতদেহ এ্যাম্বুলেন্সে উঠিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করেন বিজিবি ২ ব্যাটলিয়ানের সিও এসএম আরিফুল ইসলাম। পরে গ্রামের বাড়ী মুঞ্চিগঞ্জে তার মৃতদেহ নিয়ে জানাযা শেষে দাফনের ব্যবস্থা করা হবে একটি সূত্র নিশ্চিত করেন।
উক্ত কর্মকর্তা মো. হোসাইন গত ১৯ আগষ্ট শনিবার ভোর ৪ টার সময় মারা গেছেন। তিনি হার্ট অ্যার্টকে মারা গেছেন বলে জানা গেলেও  সে বিষয়ে নিশ্চিত করে কেউ কিছু বলতে পারেননি।
বিজিবি ২ ব্যটলিয়ানের উপ-অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার  জানান, মৃতদেহটি টেকনাফ সীমান্ত দিয়ে ফেরত এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে, পুলিশের বিশেষ গোয়েন্দা শাখার তথ্য মতে, মো. হোসাইন মিয়ানমারের আকিয়াব শহরের বাংলাদেশ দূতাবাসের সাব অফিসে কর্মরত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular