বাংলাদেশসহ ১৪টি দেশের জন্য মাল্টিপল-এন্ট্রি ভিসা স্থগিত করেছে সৌদি আরব। নতুন এই ভিসা নীতি গত ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
ভিসা স্থগিত হওয়া দেশগুলোর তালিকায় রয়েছে—বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইন্দোনেশিয়া, মিশর, ইথিওপিয়া, ইরাক, জর্ডান, মরক্কো, নাইজেরিয়া, আলজেরিয়া, সুদান, তিউনিসিয়া ও ইয়েমেন।
সৌদি সরকারের নতুন নীতির আওতায় পর্যটন, ব্যবসা ও শ্রমিকদের পারিবারিক ভ্রমণের জন্য এক বছরের মাল্টিপল-এন্ট্রি ভিসা অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে। এখন এসব দেশের নাগরিকরা সর্বোচ্চ ৩০ দিনের একবার প্রবেশের ভিসার জন্য আবেদন করতে পারবেন। তবে কূটনৈতিক, শ্রমিক, হজ ও ওমরাহ ভিসায় এই নিষেধাজ্ঞার কোনো প্রভাব পড়বে না।
সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, মাল্টিপল-এন্ট্রি ভিসার অপব্যবহার রোধ করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক ভিসাধারী নির্ধারিত সময়ের বেশি সৌদি আরবে অবস্থান করেছেন এবং অনেকে পর্যটক ভিসার অপব্যবহার করে হজে অংশ নিয়েছেন। এমন কর্মকাণ্ড প্রতিরোধে নতুন ভিসা নীতি কার্যকর করা হয়েছে।