বাংলাদেশকে ১১৬ রানের লক্ষ্য দিল আফগানিস্তান

0
33

অনলাইন ডেক্সঃ

টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে বাংলাদেশ ও আফগানিস্তান।

টাইগারদের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক রশিদ খান। ব্যাট হাতে শুরুতে ভালো শুরুও পেয়েছিলেন দুই আফগান ওপেনার। তবে এরপর বেশ আঁটসাঁট বোলিংই করেছেন টাইগার বোলাররা। ফলে লাল-সবুজের দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১১৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান।

এদিকে গতকাল সুপার এইটে নিজেদের সবশেষ ম্যাচে ভারতের কাছে হেরেছে অস্ট্রেলিয়া। টানা দুই হারে সেমিতে ওঠা নিয়ে শঙ্কায় আছে অজিরা। এমন অবস্থায় বাংলাদেশের সামনেও সুযোগ আছে শেষ চারে যাওয়ার। সেক্ষেত্রে আফগানদের দেওয়া ১১৬ রানের লক্ষ্য ১২.১ ওভারের মধ্যে পেরিয়ে যেতে হবে টাইগার ব্যাটারদের। তবে স্কোর লেভেল করার পর চার মারলে ১২.৩ ওভারের মধ্যে জিতলেও সেমিতে যাবে বাংলাদেশ। আর স্কোর লেভেল করার পর ছক্কা মারলে ১২.৫ ওভারের মধ্যে জিতলেই শেষ চার নিশ্চিত টাইগারদের।