বহির্বিশ্বের চাপ অব্যাহত থাকলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে বাধ্য হবে মিয়ানমার: ওবায়দুল কাদের !

0
19

নিউজ ডেস্ক:

মিয়ানমারের ওপর বহির্বিশ্বের চাপ অব্যাহত থাকলে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে দেশটি বাধ্য হবে বলে মনে করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, মিয়ানমার প্রাথমিকভাবে তাদের নাগরিকদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছে।
একই সঙ্গে বিশ্বজনমতও রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার ব্যাপারে আরও জোরদার হয়েছে।

গতকাল বুধবার দুপুরে সেতুমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা সাক্ষাৎ করার পর সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ভারত রোহিঙ্গা বিষয়ে তাদের সুর আগের চেয়ে অনেক জোরদার করেছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আমরা মনে করি, আগে তারা সহযোগিতার কথায় ছিলেন। এবার ভারতের পররাষ্ট্রমন্ত্রী (সুষমা স্বরাজ) ঢাকা সফরে এসে প্রকাশ্যে বলে গেছেন, রোহিঙ্গা নাগরিকদের স্বদেশে ফিরিয়ে নিতেই হবে। ভারতও মিয়ানমারের ওপর চাপ দেওয়া শুরু করেছে বলে আমাদের মনে হয়।

মন্ত্রী বলেন, নয়াদিল্লি এগিয়ে এসেছে। এভাবে বন্ধু-রাষ্ট্র চীন ও রাশিয়াও এগিয়ে আসবে বলে আশাবাদ রাখি, যেভাবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ভূমিকা রাখছে।

আমেরিকা মিয়ানমারের ওপর আরও কঠিন অবরোধ আরোপের কথা ভাবছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, এভাবে চাপ অব্যাহত থাকলে অবশ্যই মিয়ানমার তাদের নাগরিকদের ফিরিয়ে নিতে বাধ্য হবে।

তবে দ্রুত রোহিঙ্গা সংকটের সমাধান হওয়া যে কঠিন সেটাও মনে করিয়ে দেন মন্ত্রী।
তিনি বলেন, এটা খুব চ্যালেঞ্জিং। খুব তাড়াতাড়ি এ সংকটের সমাধান হবে, এমন প্রত্যাশা করি না। মিয়ানমার আন্তর্জাতিক চাপের মুখে যা-ই বলুক, তাদের মনে কী আছে— সেটা তাদের কার্যক্রম দেখেই বোঝা যাবে বলে জানান ওবায়দুল কাদের।