বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫
বুধবার, ফেব্রুয়ারি ১২, ২০২৫

বলিউডের পথে অজয়-কাজল কন্যা নাইসা !

নিউজ ডেস্ক:

সারা আলি খান আর জাহ্নবী কাপুর যে খুব তাড়াতাড়ি বলি পর্দায় আসতে চলেছেন, তা মোটামুটি জেনেই ফেলেছেন সিনেপ্রেমীরা। তাদের পথে হেঁটে এবার বলিউড তারকা হতে চলেছেন অজয়-কাজলের একমাত্র কন্যা নাইসা।

সম্প্রতি হিন্দুস্তান টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে অজয় দেবগণকে তার মেয়ে নাইসার ক্যারিয়ার নিয়ে প্রশ্ন করা হয়। সেখানে অজয় জানান, এই মুহূর্তে বলিউডে যোগ দেওয়ার কোনও ইচ্ছাই নেই নাইসার। ওর উপরে কোনও চাপও নেই। ওর যা ইচ্ছা হবে তাকেই সে ক্যারিয়ারই হিসেবে বেছে নেবে। আর তাছাড়া বলিউডে আসার পক্ষে ও এখনও অনেকটাই ছোট।

নাইসা বর্তমানে সিঙ্গাপুরের ইউনাইটেড কলেজ অব সাউথইস্ট এশিয়া বিজনেস স্কুলে পড়ছেন। এই স্কুলেরই সাবেক ছাত্রী সোনম কাপুর। অজয় জানান, নাইসা এখন পড়াশোনাতে ব্যস্ত। কিন্তু তার সিদ্ধান্তের উপরে আমাদের সম্পূর্ণ সমর্থন থাকবে। তবে আশার কথা এই যে, নাইসা মত পরিবর্তন করে বলিউডে আসার কথা ভাবলে তাতে অজয় বাধা দেবেন না।

Similar Articles

Advertismentspot_img

Most Popular