বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বর্তমান পার্লামেন্ট যদি অবৈধ হয় তবে প্রধান বিচারপতি নিয়োগও অবৈধ ” শিল্পমন্ত্রী অামু

রিপোর্টঃ ইমাম বিমান: অাসন্ন ১৫ অাগষ্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক আয়োজিত প্রশিক্ষন শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র ও ঋন  বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী অালহাজ্ব অামির হোসেন অামু
এম পি বলেন, পার্লামেন্ট নিয়ে প্রধান বিচারপতির বক্তব্যের কোন অবকাশ নেই কারন ” দেশের বর্তমান পার্লামেন্ট যদি অবৈধ হয় তবে প্রধান বিচারপতির নিয়োগও অবৈধ “।  এ সময় শিল্পমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ ৫৪ সালে প্রভাবশালী মুসলীম লীগ সরকারকে হারিয়ে দুই বছর একক ভাবে ক্ষমতার অধিকারী ছিল। এদেশ স্বাধীন না হলেও আওয়ামী লীগ এই দেশে মাথা তুলে থাকতো, আমরা পার্লামেন্টের সদস্য থাকতাম। কিন্তু বঙ্গবন্ধুর অবদানের কারণেই একজন সাধারণ আইনজীবিও আজ দেশের প্রধান বিচারপতি হওয়ার সুযোগ ও মর্যাদা পেয়েছে।

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হকের সভাপতিত্বে ১২ অাগষ্ট শনিবার সকালে  ঝালকাঠি যুব উন্নয়ন অধিদপ্তরে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মো. শাহ আলম ও জেলা পুলিশ সুপার জোবায়েদুর রহমান।
এসময় যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মিজানুর রহমানসহ আরও অনেকে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে যুবক-যুবতী ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular