বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫
বৃহস্পতিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২৫

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা রোহিত শর্মা

নিউজ ডেস্ক:

বর্তমানে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় তারকা মনে করা হয় বিরাট কোহলিকে। ক্রিকেটের তিন সংস্করণেই তার দক্ষতা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। তবে সীমিত ওভারের ক্রিকেটে কোহলির চেয়ে ওপেনার রোহিত শর্মাকে এগিয়ে রাখছেন টিম ইন্ডিয়ার সাবেক প্রধান নির্বাচক সন্দীপ পাতিল।

ভারতীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে আক্রমণাত্মক এই প্রাক্তন ক্রিকেটারের দাবি, টেস্ট ক্রিকেটে এখন কোহলিই দেশের সেরা ব্যাটসম্যান। কিন্তু একদিন ও টি-২০’তে কোহলির চেয়ে এগিয়ে রোহিত। তিনি স্বীকার করে নেন, তাঁর এই মতামত বিরাট-ভক্তদের পছন্দ নাও হতে পারে।

সন্দীপ পাতিলের মতে, বিশ্রাম থেকে ফিরে দক্ষিণ আফ্রিকায় নিশ্চয় বড় রানের দেখা পাবে কোহলি। কিন্তু, চলতি বছরে সীমিত ওভার ক্রিকেটে অবিশ্বাস্য ফর্মে রয়েছেন রোহিত।তাঁর মতে, ব্যাটসম্যান হোক বা অধিনায়ক—রোহিত প্রমাণ করেছে, সে এই মুহূর্তে সেরা ফর্মে রয়েছে।

অবশ্য পাতিলের কথা একেবারে ফেলে দেওয়ার মত নয়। কিছুদিন আগে শ্রীলঙ্কার বিপক্ষে একদিনের ক্রিকেটে প্রথম ক্রিকেটার হিসেবে তৃতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন রোহিত। শুধু তাই লঙ্কানদের বিপক্ষে টি-টোয়েন্টিতে ৩৫ বলে সেঞ্চুরি করে দ্রুততম সেঞ্চুরি রেকর্ডে ভাগ বসিয়েছেন।

Similar Articles

Advertismentspot_img

Most Popular