শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫
শুক্রবার, ফেব্রুয়ারি ১৪, ২০২৫

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. সুব্রত কুমার দাস !

নিউজ ডেস্ক:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক ড. সুব্রত কুমার দাস।  গত ২১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম ইমামুল হক তাকে এই পদে নিয়োগ দেন।

গত বৃহস্পতিবার দুপুরে ড. সুব্রত কুমার দাস বিশ্ববিদ্যালয়ের প্রক্টর (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব বুঝে নিয়েছেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের (ভারপ্রাপ্ত) দায়িত্ব পালনকারী গণিত বিভাগের সহকারি অধ্যাপক ও সাবেক চেয়ারম্যান মো. শফিউল আলম উচ্চশিক্ষা গ্রহণের জন্য শিক্ষা ছুটিতে যাওয়ায় ড. সুব্রত কুমার দাসকে এই পদে নিয়োগ দেয় কর্তৃপক্ষ।

Similar Articles

Advertismentspot_img

Most Popular