নিউজ ডেস্ক:
বরিশাল নগরীর রূপাতলী বাস টার্মিনাল এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে সিটি করপোরেশন (বিসিসি)। গতকাল রবিবার দুপুরে উচ্ছেদ অভিযানে অন্তত দেড় শতাধিক ছোট-বড় টিনশেড দোকানঘর গুড়িয়ে দেয়া হয়েছে।
বরিশাল সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েলের নেতৃত্বে পরিচালিত অভিযানে বিসিসি কর্মকর্তা-কর্মচারী ও কোতোয়ালী মডেল থানা পুলিশ সহ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা সহায়তা করেন।
এদিকে অবৈধ দখলদারদের দাবি, উচ্ছেদ অভিযানের আগে তাদের কোন ধরনের নোটিশ দেয়নি বিসিসি। অথচ তাদের দোকানঘর গুলো হঠাৎ করে গুড়িয়ে দেওয়া হয়েছে। এখন সামনের ঈদ-উল-আযহায় পরিবার-পরিজন নিয়ে ঈদ মাটি হয়ে গেছে তাদের।
নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইমতিয়াজ মাহামুদ জুয়েল জানিয়েছেন, অভিযানের বেশ কয়েকদিন আগে অবৈধ দখলদারদের স্থাপনা সরিয়ে নেয়ার জন্য বলা হলেও তারা ওই নির্দেশ কর্ণপাত করেনি। তাই সিটি করপোরেশন উচ্ছেদ অভিযান চালিয়েছে।