নিউজ ডেস্ক:
বরিশালে দুই অবুঝ শিশুকে কুড়িয়ে পেয়েছে পুলিশ। বাবা-মায়ের কাছ থেকে হারিয়ে যাওয়ার পর সড়কে দাঁড়িয়ে কান্নাকাটি করার সময় স্থানীয়রা তাদের উদ্ধার করে নগরীর কাউনিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করে। পরে তাদের মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়। উদ্ধার হওয়া দুই শিশু হলো ৫ বছর বয়সী সুখী এবং ২ বছর বয়সী ফাহিমা। তারা আপন দুই বোন বলে পুলিশকে জানিয়েছে।
নগরীর কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) মো. জাহিদ হাসান জানান, গত সোমবার সন্ধ্যার পরে পলাশপুর বৌ বাজার সংলগ্ন একটি মাঠের পাশে সড়কে দাড়িয়ে শিশু দু’টি কান্নাকাটি করছিলো। এ সময় স্থানীয় এক নারী শিশু দুটিকে কান্নাকাটি করতে দেখে তাদের নাম পরিচয় জানতে চায়। কিন্ত তারা কিছু বলতে না পারায় তাদের থানায় নিয়ে আসে ওই নারী। পুলিশ বিভিন্নভাবে কাউন্সিলিং করার পর ৫ বছরের শিশুটি জানায় তার নাম সুখী, সঙ্গে থাকা অপর শিশুটি তার বোন ফাহিমা। তাদের মায়ের নাম মিতু। বাড়ি ঢাকায়। এর বেশী কিছু তারা বলতে পারছে না তারা। শিশু দুটিকে ভিকমিট সাপোর্ট সেন্টারে রেখে বিভিন্ন মাধ্যমে তাদের বাবা-মা ও স্বজনদের সন্ধান করা হচ্ছে বলে পুলিশ পরিদর্শক জাহিদ হাসান জানিয়েছেন।