বয়স ৯০, তারপরও জিম করেন যে বৃদ্ধ !

0
40

নিউজ ডেস্ক:

বয়স ৯০ বছর। শুকনো শরীরে সামনে দাঁত একটিও নেই। ধবধবে সাদা মাথার চুল। বয়সের ভাড়ে চামড়াও ঝুলে গিয়েছে। কিন্তু শারীরিক দক্ষতা দেখলে বয়সের আনদাজ করা বোধায় কঠিন।

৯০ বছরের বৃদ্ধ নিয়মিত করেন শরীর চর্চা। যান জিমে, টানা ২৪টা পুশ-আপ দেওয়াটা তাঁর বাঁ হাতের কাজ। শরীর চর্চার টান এতোটাই যে, জিমের মধ্যেই উদযাপন করলেন নিজের ৯০ তম জন্মদিন৷ গুনে-গুনে দিয়েও ফেললেন ২৪টি পুশ-আপ।

৯০ বছরের বৃদ্ধের এমন কর্মকাণ্ডের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। ভিডিওটি শেয়ার করে বৃদ্ধের ছেলে লিখেছেন, ‘’This is my Dad. It’s his birthday today and he’s 90.’’ সোশ্যাল মিডিয়ায় এই পোস্ট করতে না করতেই ৯০ হাজারের বেশি দর্শক ভিডিওটি দেখে ফেলেছেন।