বন্য প্রাণী রক্ষায় হাতির দাঁতের ব্যবসা নিষিদ্ধ হচ্ছে !

0
26

নিউজ ডেস্ক:

চীনের শত শত বছরের একটি পুরনো ব্যবসা হলো হাতির দাঁতের উপর নকশা করে শৌখিন জিনিসপত্র তৈরি করা। তবে এই হস্তশিল্পীদের যুগ এখন শেষের দিকে। বন্য প্রাণী রক্ষা বিষয়ক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, বুনো হাতি রক্ষায় এটি একটি যুগ সন্ধিক্ষণ। চীনে এটি একটি খুবই গুরুত্বপূর্ণ সময়, যখন আমরা দেখছি যে, হাতির দাঁতের ব্যবসা বন্ধের সিদ্ধান্তটি খুবই কার্যকর ভাবে প্রয়োগ করা হচ্ছে। এখানে অনেক হাতির দাঁতের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে, আরো কিছু বন্ধের প্রক্রিয়ায় রয়েছে। একে খুবই গুরুত্বপূর্ণ একটি সময় বলা যেতে পারে।

চীনের এই সিদ্ধান্ত একটু দেরী করেই এলো। দাঁত আছে, আফ্রিকার এমন হাতিগুলো এখন বিলুপ্তির ঝুঁকিতে পড়েছে। আর এসব হাতি হত্যার সবচেয়ে বড় কারণ হাতির দাঁত, যার সবচেয়ে বড় চাহিদা চীনে। দেশটিতে এসব দাঁতের অন্তত ৭০ শতাংশ পাচার হয়ে থাকে। সূত্র: বিবিসি বাংলা।